নিউজ ডেস্ক : মোবাইল নম্বর পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ব্যবহৃত নাম্বার হ্যাক করে প্রতারণার কারণে তিনি মোবাইল নম্বর পরিবর্তন করেছেন। দলের তরফে বিবৃতির মাধ্যমে এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।
গতকাল দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ এই মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
অতএব এখন থেকে মহাসচিবের উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না। সুতরাং ওই মোবাইল নম্বর থেকে কোন কল পেলে সে সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
এমটিনিউজ/এসএস