শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ০৯:৪২:২৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আ.লীগের মনোনয়নের দলীয় প্রার্থী চূড়ান্ত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আ.লীগের মনোনয়নের দলীয় প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪৬টি ইউনিয়ন, ৬টি পৌরসভা এবং ১টি জেলা পরিষদের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ সেলিম, কর্নেল ফারুক খানসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে