বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০১:৩৯:৫৭

মাকে হত্যা করে বাঁচার জন্যই বাবাকে খুন

মাকে হত্যা করে বাঁচার জন্যই বাবাকে খুন

ঢাকা : পরিকল্পনাভাবেই ঐশী তার বাবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে হত্যা করে।মামলার রায় পর্যবেক্ষণে এ কথা বলেছেন বিচারক। মা-বাবা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের একমাত্র মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড দেন আদালত। আজ ১২টার দিকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের ঘোষিত রায়ে বলা হয়, মাকে কফি খাইয়ে অজ্ঞান করে হত্যার দায়ে মামলার প্রধান আসামি ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। মৃত্যু না হওয়া পর্যন্ত ঐশী রাহমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার বাবাকে হত্যার অভিযোগে পৃথকভাবে একই সাজা প্রদান করেছেন ট্রাইব্যুনাল। রায় পর্যবেক্ষণে বলেন, ‘আসামির (ঐশী রহমান) খুনের ঘটনাটি ছিল পরিকল্পিত। আগে থেকেই পরিকল্পনা করে সময় নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। হঠাৎ উত্তেজনার ফলে এমন ঘটনা ঘটেনি।’ বিচারক আরো বলেন, ‘আমার ধারণা ওনার (ঐশী) মাকে হত্যার পরিকল্পনা পূর্ব থেকেই। কিন্তু মাকে খুন করে বাঁচতে পারবেন না চিন্তা করেই তিনি বাবাকে খুন করেন। এ হত্যার ঘটনা জঘণ্য ছাড়া কিছু নয়। তাই সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। তবে রায় লেখার পূর্বে সামাজিক চিন্তা ছাড়াও নানান বিষয় চিন্তা করেছি।’ ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে