বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৫:৪১:৪৮

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি

নিউজ ডেস্ক : ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা। পিএসসি সূত্রে জানা যায়, আগামী বছরের ৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার মাধ্যমে প্রশাসনে ২৫০, পুলিশে ১২০, আনসারে ১৯ এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেয়া হবে। সূত্র জানায়, প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৪জনকে নিয়োগ দেবে সরকার। প্রসঙ্গত, গত ১৪ জুন থেকে ২৩ জুলাই অনলাইনের মাধ্যমে ৩৬তম বিসিএসে অংশ নিতে আবেদন করেন চাকরিপ্রার্থীরা। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে