নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে। গত ১৯দিন ধরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা গাফফার চৌধুরী মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
আবদুল গাফফার চৌধুরী ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার তার এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
আবদুল গাফফার চৌধুরী দীর্ঘ দিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। বায়ান্নর ভাষা আন্দোলনের পর তার লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি তাকে খ্যাতি এনে দেয়। প্রথমে তিনি নিজেই গানটিতে সুর করেছিলেন।
পরে শহীদ আলতাফ মাহমুদ এ গানে সুরারোপ করেন এবং এ সুরেই এখন গানটি গাওয়া হয়। বিবিসি বাংলা বিভাগের দর্শকদের জরিপে এই গান বাংলা গানের ইতিহাসে তৃতীয় সেরা গানের মর্যাদা পেয়েছে। বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), একুশে পদক ও স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
২৭ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর