বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৬:২৭:৩৬

জিয়ার কবর সরানো নিয়ে আইনজীবীদের হুঁশিয়ারি

   জিয়ার কবর সরানো নিয়ে আইনজীবীদের হুঁশিয়ারি

ঢাকা : সংসদ ভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে সরকারিকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। বক্তারা বলেছেন, শেরেবাংলা নগর থেকে জিয়ার কবর সরানো হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে তারা আজ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ হয়। স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি— এ যুক্তিতে জিয়াউর রহমানসহ সেখানকার আরো সাতটি কবর সরানোর পক্ষে মত দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বক্তারা বলেন, শেরেবাংলা নগর থেকে জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত থেকে সরে আসুন। জিয়াউর রহমানের কবর সরানো হলে সারাদেশে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, জিয়াউর রহমান এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার কবর শেরেবাংলা নগরেই থাকবে। আইনজীবীরা কোনোভাবেই সেখান থেকে কবর সরাতে দেবে না। শেরেবাংলা নগর থেকে কেউ তার কবর সরাতে পারবে না। এসময় তারা জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। বলেন, শহীদ জিয়া এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান। সরকার জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে না আেলে এর পরিণতি ভালো হবে না। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, ফোরামের উপদেষ্টা লুৎফে আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোরশেদ মিয়া আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মকবুল ফকির, ইকবাল হোসেন, খোরশেদ আলম প্রমুখ। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে