বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৬:৩০:১৭

যেভাবে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তলিকার ফল

যেভাবে পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তলিকার ফল

ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃস্পতিবার বিকাল চারটার দিকে এ তালিকা প্রকাশ করা হয়। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ৬৫৭টি কলেজে ৫ লাখ ৪২ হাজার ৩৪৯ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করে। ৩০টি বিষয়ে মোট ৩ লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় ভিত্তিতে স্থান পায়। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২২ নভেম্বরে মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ফলাফল এসএমএস-এর মাধ্যমে পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপসনে গিয়ে (nuathnroll no টাইপ করে ১৬২২২ নাম্বারে send করেতে হবে। তার পর একটি ফিরতি মেসেজের মাধ্যমে ফল পাওয়া যাবে। রাত নয়টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে