বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৭:৫৬:০৮

সীমান্তে নূর হোসেনের অপেক্ষায় পুলিশ

সীমান্তে নূর হোসেনের অপেক্ষায় পুলিশ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ রাতেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। উলফার নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকার নুর হোসেনকে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের কারাগারে আটক নুর হোসেনকে ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ দমদম কারাগার কর্তৃপক্ষ নুর হোসেনকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। খবর : এনডিটিভির খবরে বলা হয়, দমদম কারাগার থেকে নুর হোসেনকে নিয়ে ভারত পুলিশের একটি দল পেট্রাপোল সীমান্তের দিকে রওনা দিয়েছে। এদিকে নুর হোসেনকে গ্রহণ করতে বাংলাদেশ পুলিশের একটি টিম এরই মধ্যে বেনাপোলে সীমান্তে অবস্থান করছে বলে জানা গেছে। প্রায় ১৮ বছর বাংলাদেশের কারাগারে আটক থাকার পর অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে মঙ্গলবার রাতে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সরকার। কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা জে পি সিং-এর হাতে তুলে দেয়া হয় অনুপ চেটিয়াকে। ২০১৩ সালে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দী প্রত্যর্পণ চুক্তির পর নূর হোসেনই প্রথম ব্যক্তি, যাকে চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দেয়া হচ্ছে। এদিকে ভারত সরকার অনুপ চেটিয়ার বিনিময়ে নূর হোসেনকে ফেরত দিতে রাজি হয় সে কথা গতকাল গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। গত ১৬ অক্টোবর ভারতের আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে