বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ০১:১৮:০৮

সুবিধাবঞ্চিত এই শিশুরা আমার চোখে পানি এনেছে..

সুবিধাবঞ্চিত এই শিশুরা আমার চোখে পানি এনেছে..

ইফতেখাইরুল ইসলাম: খুব সাধারণ এই আমার প্রতি আপনাদের ভালবাসার বহি:প্রকাশ আমাকে আরও একটু ভাল হতে উৎসাহিত করবে এবং করেছে!!

কৃতজ্ঞতা কার প্রতি প্রকাশ করবো? প্রথমে মনে হয়েছে সবাইকে আলাদা করে রিপ্লাই দেবো.. ঠিক এক ঘণ্টা পর মনে হলো এটা আমার নিয়ন্ত্রণে নেই... অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা আপনাদের প্রতি... আমৃত্যু একজন সঠিক মানুষ যেন থাকতে পারি সেই দোয়াটুকু চাই.....

এই প্রথম আমার ছোট্ট মায়ের সাথে মিলে কেক কেটেছি... আফরিন, ইনায়া, আম্মু, ভাবী, আলিফ সবাইকে অনেক অনেক ধন্যবাদ..

এর বাইরে কত ছোট ভাই বোনেরা এসেছে! কৃতজ্ঞতা তোমাদের প্রতিও..

শেষ হয়েও যারা শেষ হতে দেয়না তারা হলো আমার আরও একটি পরিবার "মজার ইশকুল"!! সুবিধাবঞ্চিত এই শিশুরা আমার চোখে পানি এনেছে.. ওদের ভালবাসায় আমার মনে হয়েছে এ জীবনে ভালবাসা যদি আর নাও পাই তবুও আমার আর কোনো কষ্ট থাকবেনা!!

আরিয়ান, জাকিয়াসহ তোমাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এই সুবিধাবঞ্চিত ফেরেশতাদের সাহচর্যে আসার সুযোগ করে দেয়ার জন্য! ভুল বলছি ওরা আসলে আর সুবিধাবঞ্চিত নয়। তোমরা আছো, আমরা আছি...এভাবেই থাকবো পাশাপাশি.....:)

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।

(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে