নিউজ ডেস্ক : আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ। বৃহস্পতিবার সকাল ১১টায় দেশের প্রথম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাশিয়ার স্টেট এটমিক এনার্জি করপোরেশন- রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪শ' মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটামের মাধ্যমে রাশিয়ার আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এ লক্ষে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও জেএসসি অ্যাটম স্ট্রোক্সপোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৩ সালের ২রা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস