নিউজ ডেস্ক: মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণীর ছাত্রীকে সর্বনাশ করেছে মেয়েটির প্রেমিক ও তার বন্ধুরা। গত সোমবার রাতভর সিদ্ধিরগঞ্জের উত্তর কদমতলী এলাকায় একটি ফ্যাট বাসায় আটক রেখে ওই ছাত্রীর প্রেমিক আব্দুস সালাম ও তার পাঁচ-ছয়জন বন্ধু ছাত্রীকে সর্বনাশ করে। এ ঘটনার প্রধান আসামি আব্দুস সালামকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর সাথে আব্দুস সালাম মোবাইল ফোনের মাধ্যমে এক বছর ধরে প্রেমের অভিনয় করে আসছিল। একপর্যায়ে গত সোমবার বিকেল ৪টায় মেয়েটিকে ফুঁসলিয়ে আব্দুস সালাম তার বন্ধু ইমরানের ভাড়া করা উত্তর কদমতলী এলাকার আব্দুল হাকিম সিকদারের ছয়তলা বাড়ির তৃতীয়তলার পশ্চিম পাশের ফ্যাটে নিয়ে যায়। এরপর ওই ফ্যাটে রাতভর আটক রেখে আব্দুস সালাম ও তার বন্ধুরা ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করে।
গত মঙ্গলবার সকাল ৭টায় মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানালে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই গোদনাইল এনায়েতনগর এলাকার রহমত আলী মোল্লার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দরগা এলাকার নাজিমউদ্দিনের ছেলে। সে গোদনাইল নিট কনসার্ন গ্রুপের নিটিং সেকশনের শ্রমিক। গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম বিবাহিত ও তার তিন বছর বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়া জানান, ঘটনায় মেয়ে নিজেই বাদি হয়ে আব্দুস সালামসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছে। এ ঘটনায় মূল আসামি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
৩০ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর