নিউজ ডেস্ক : তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। এ সময় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গার্ড পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। এ সময় সেনাবাহিনীর চৌকস জওয়ানদের বিউগলে তাকে স্বাগত জানিয়ে বাজছিল ‘আনন্দ লোকে, মঙ্গল আলোকে’ গানের সুরমূর্চ্ছনা।
আরও জানা গেছে, পোপ ফ্রান্সিস মিয়ানমার থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন। সফরকালে পোপ ফ্রান্সিস বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৫ জনের একটি রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ সফর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন।
সফরকালে পোপ ফ্রান্সিস মানবজীবন, মানবতাবোধ ও মানবাধিকার, দরিদ্র, শিশু ও নারীদের প্রতি গুরুত্ব, শিক্ষা, স্বাস্থ্য, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সংলাপ, ন্যায্যতা ও শান্তি, ধর্মীয় মূল্যবোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
এমটিনিউজ/এসএস