বাধন অধিকারী : ১৯৮৬ সালে পোপ জন পলের (দুই) সফরের ৩ দশক পর একজন পোপ হিসেবে বাংলাদেশের মাটিতে পা রাখলেন ফ্রান্সিস। ভ্যাটিক্যান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছেন তিনি।
বাংলাদেশের আর্চ বিশপ কার্ডিনাল ডি রোজারিও জানিয়েছেন, সফরে বিপন্ন রোহিঙ্গা ও জলবায়ু উদ্বাস্তুসহ দরিদ্র মানুষদের ভাগ্যোন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেবেন পোপ। সফরে ধর্মীয় সম্প্রীতি আর সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের অধিকারের সুরক্ষার প্রশ্ন তুলতে পারেন তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পোপের সফরে বিভিন্ন বিষয় উঠে আসার সম্ভাবনা থাকলেও গুরুত্বের কেন্দ্রে থাকবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যহত মানুষেরা। সমন্বয়বাদী কূটনৈতিক কৌশলে মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পোপ ফ্রান্সিস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন তিনি। মার্কিন ক্যাথলিক সম্প্রদায়ের জাতীয় সাপ্তাহিক ‘আমেরিকা’য় প্রকাশিত এক বিশ্লেষণে প্রতিবেদক জানিয়েছেন, পোপ বাংলাদেশে থাকা সমস্ত গরিব মানুষের প্রতিনিধি হয়ে এসেছেন।
বাংলাদেশের আর্চ বিশপ কার্ডিনাল ডি রোজারিওকে উদ্ধৃত করে আমেরিকা ম্যাগাজিনে বলা হয়েছে, বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থী, গার্মেন্টস শ্রমিক আর জলবায়ু উদ্বাস্তুতে রূপান্তরিত মানুষের হয়ে কথা বলবেন তিনি। একইভাবে এশিয়ার ক্যাথলিক মুখপত্র ইউসিএ-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ছাড়াও জলবায়ু পরিবর্তন, আধুনিক দাসত্ব, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়সহ ধর্মীয় নিপীড়নের শিকার বিভিন্ন জনগোষ্ঠীর বিপন্নতা পোপের সফরে প্রাধান্য পাবে।
কার্ডিনাল রোজারিওকে উদ্ধৃত করে আমেরিকা ম্যাগাজিনে বলা হয়েছে, গরিবদের প্রতিনিধি হয়ে আসছেন পোপ ফ্রান্সিস। আত্মপরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য আর ধর্মীয় সম্প্রীতির প্রশ্নে যে মানুষেরা জীবনসংগ্রাম করছেন পোপের এই সফর তাদের জন্য।
রোজারিও আরও বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিক, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপন্ন মানুষ আর মানুষ সৃষ্ট দুর্যোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ’র জন্য আশার বার্তা নিয়ে আসছেন ফ্রান্সিস।’ আমেরিকা ম্যাগাজিনের খবর অনুযায়ী, মানুষ সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত রানা প্লাজার আহত শ্রমিক আর নিহতের স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন পোপ।
বাংলাদেশ একটি নিম্নাঞ্চলীয় ভূমি। বিশ্বে জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর মধ্যে এটি অন্যতম। ১৯৯৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া শীর্ষ ছয়টি দেশের মধ্যে রয়েছে দেশটি। বাংলাদেশের আর্চ বিশপ রোজারিও’র বরাত দিয়ে আমেরিকা ম্যাগাজিন জানিয়েছে, কেবল রোহিঙ্গাদের নয়, সফরে পরিবেশগত কারণে জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া বিপন্ন মানুষদের নিয়েও কথা বলবেন পোপ।
‘আমি নিশ্চিত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেওয়া বাংলাদেশের পদক্ষেপকে পোপ স্বাগত জানাবেন’ দৃঢ়ভাবে জানিয়েছেন রোজারিও। বার্তা সংস্থা এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পোপের সফরে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার কথা থাকলেও গুরুত্বের কেন্দ্রে থাকবে রোহিঙ্গা জনগোষ্ঠী। ক্যাথলিক চার্চের অর্থায়নে বাংলাদেশে মানবিক সহায়তা দেয় কারিতাস নামের একটি সহায়তা সংগঠন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৪০,০০০ মানুষের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করেছে সংগঠনটি। কারিতাসের আশা, পোপের সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মনে আশার সঞ্চার হবে। 'তিনি আসছেন সমন্বয়ের একজন প্রতীক হয়ে। আমরা আশা করছি তার সফর মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার সংকট উত্তোরণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।' সাক্ষাৎকারে এপিকে বলেন কারিতাসের আঞ্চলিক প্রধান জেমস গোমেজ।
এদিকে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা বার্তা সংস্থা এপিকে বলেছেন, পোপ যদি দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতেন, তিনি তাদের বিপন্নতা বুঝতে পারতেন। তিন দিনের সফরে পোপ ফ্রান্সিস তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি একান্ত আলোচনা করবেন। মিলিত হবেন খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে। এছাড়া আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলা ট্রিবিউন
এমটিনিউজ/এসএস