বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ১১:৩৭:২৮

আনিসুল হক, আমাদের কিশোরী বয়সের হিরো

আনিসুল হক, আমাদের কিশোরী বয়সের হিরো

শ্বাশতি বিপ্লব : বোকাবাক্স বলতে তখন কেবল মাত্র বিটিভি, তবু কত বিনোদন ছিলো ওটাকে ঘিরে। ঈদের আনন্দমেলার প্রধান আকর্ষণই ছিলেন ক্যারিশমাটিক উপস্থাপক আনিসুল হক।

দীর্ঘদিন পর তিনি আবার যখন মেয়র হয়ে এলেন আমাদের মাঝে, তখনও হিরোর ইমেজ নিয়েই এলেন। আবার সেই ক্যারশমাটিক একজন মানুষ। উনার প্রতি সেই মুগ্ধতা জ্বলজ্বলে রেখে বড্ড অসময়ে চলে গেলেন।

তার অসুস্থতা নিয়েও জল ঘোলা করার চেষ্টা করেছিলো কিছু প্রকৃত অসুস্থ মানুষ। তিনি তাদের সেই নোংরামী থেকে মুক্তি দিয়ে চলে গেলেন।

আপনাকে এখনও প্রচন্ডরকম প্রয়োজন ছিলো আনিসুল হক। এভাবে যাওয়াটা কষ্টদায়ক। ভালো থাকবেন প্রিয় নগরপিতা।

-সমাজকর্মীর ফেসবুকে থেকে
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে