শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০১:৫৬:৩২

যেভাবে নূর হোসেনকে হস্তান্তর করা হলো!

যেভাবে নূর হোসেনকে হস্তান্তর করা হলো!

মনিরুল ইসলাম : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার কিছু পরেই তাকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র নূর হোসেনকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নূর হোসেনকে ফেরত দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে বেনাপোল সীমান্তে ভিড় জমে গণমাধ্যম কর্মীদের। অপেক্ষায় থাকেন সবাই। সেই অপেক্ষার অবসান হয় রাত সাড়ে ১১টার কিছু পরে। রাত ১১টা ২০ মিনিটে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান একটি হেলমেট একটি বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে ঢোকেন। অপূর্ব হাসানের পেছন পেছন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাস নো-ম্যানস ল্যান্ডে প্রবেশ করে। এ সময় গণম্যাধ্যম কর্মী ও ক্যামেরাগুলো ওই গাড়িকে লক্ষ্য করছিল। এমন সময় বেনাপোল সীমান্তের রেলনাইল বাইপাস সড়কের পাশে নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। তল্লাসি চৌকি দিয়ে গাড়িগুলো বের না হয়ে রেলনাইল বাইপাস সড়কের পাশের পথ দিয়েই নূর হোসেনকে নিয়ে কয়েকটি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ভারতের কর্তৃপক্ষ নূর হোসেনকে বাংলাদেশের কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এরপর নূর হোসেনকে নিয়ে ঢাকার দিকে রওনা দেওয়া হয়েছে। এর আগে উলফার নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকার নুর হোসেনকে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের কারাগারে আটক নুর হোসেনকে ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ দমদম কারাগার কর্তৃপক্ষ নুর হোসেনকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। দমদম কারাগার থেকে নুর হোসেনকে নিয়ে ভারত পুলিশের একটি দল পেট্রাপোল (বেনাপোল) সীমান্তের দিকে রওনা দিয়েছে। এদিকে নুর হোসেনকে গ্রহণ করতে বাংলাদেশ পুলিশের একটি টিম এরই মধ্যে বেনাপোলে সীমান্তে অবস্থান নেয়। সূত্র : প্রথম আলো , এমটি নিউজ, এনডিটিভি। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে