নিউজ ডেস্ক : বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে অবশেষে ‘রোহিঙ্গা’ শব্দটি মুখে এনেছেন পোপ ফ্রান্সিস৷ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি৷
শুক্রবার কক্সবাজার থেকে আসা ১৬ জন রোহিঙ্গা পোপের সঙ্গে দেখা করেন৷ এরপর তিনি বলেন, ‘এখন ঈশ্বরের অস্তিত্বকেও রোহিঙ্গা বলা যেতে পারে৷’ পোপ দক্ষিণ এশিয়া সফরে এই প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনীর নাম উচ্চারণ না করেও অকথ্য অত্যাচারের বিষয়টির দিকে ইঙ্গিত করে বলেন, ‘তোমাদের ওপর যারা অত্যাচার চালিয়েছে, যারা তোমাদের কষ্ট দিয়েছে, তাদের হয়ে আমি ক্ষমা চাই৷’
এর আগে মিয়ানমার সফরে একবারও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করায় ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু সারা বিশ্বেই সমালোচিত হয়েছেন৷ বাংলাদেশ সফরের প্রথম দিনেও তিনি রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যান৷
বৃহস্পতিবার শুরু হয় পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর৷ প্রথম দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেন৷ সেখানে তিনি বলেন, ‘রাখাইন রাজ্য থেকে আসা শরণার্থীদের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে৷’
পোপ আরো বলেন, ‘গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিশাল সংখ্যক শরণার্থীর সাময়িক আশ্রয় ও মৌলিক চাহিদা সরবরাহের মাধ্যমে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশ উদারতা ও সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে৷ মানুষের সীমাহীন ভোগান্তির পুরো পরিস্থিতি, শরণার্থী শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, তাদের জীবনের অনিশ্চিয়তার বিষয়টি বুঝতে আমরা ব্যর্থ হইনি৷’
এ সময় সংকটের সমাধান ও শরণার্থীদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক সহায়তা দিতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পোপ৷ রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে জানান, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় যাতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে, সেক্ষেত্রে পোপের সক্রিয় সহায়তা কামনা করেন৷’
সফরের তৃতীয় দিন, অর্থাৎ ২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় তেজগাঁও মাদার টেরেসা ভবন পরির্দশন করবেন পোপ ফ্রান্সিস৷ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও গির্জায় যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবিশদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি৷
সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও কবরস্থান ও পুরনো গির্জা পরিদর্শন করবেন৷ এরপর ঢাকার নটরডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন৷ এদিনই বিকাল ৫টার পর রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পোপ ফ্রান্সিস৷
এমটিনিউজ/এসএস