শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৪:২৯:৫১

নুর হোসেন ও অনুপ চেটিয়া নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

নুর হোসেন ও অনুপ চেটিয়া নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে সাত খুনের আসামি নুর হোসেনকে ছাড়ার শর্তেই কি আলফা নেতা অনুপ চেটিয়াকে হাতে পেয়েছে ভারত সরকার? ভারতের পররাষ্ট্র দপ্তরের কর্তারা তা স্বীকার করতে নারাজ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বুধবার জানিয়েছিলেন, তেমন কোনও শর্ত কেউ কাউকে দেয়নি। তবে নুর হোসেনকে শীঘ্রই হাতে পাবে বাংলাদেশ সরকার। কিন্তু বুধবার সকালে অনুপ চেটিয়া ভারতের হাতে আসার ২৪ ঘণ্টার মধ্যে নুর হোসেনকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য জেল থেকে বার করে নিয়ে যাওয়ার পরে সেই জল্পনাই সত্যি বলে মনে করছে ভারতীয় সংবাদকর্মীরা। কলকাতার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিকেল ৫ টা ৫০ মিনিট নাগাদ নারায়ণগঞ্জের কাউন্সিলর নুর হোসেনকে বার করে নিয়ে যান কলকাতার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অফিসারেরা। একটি ভাড়া গাড়িতে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সীমান্তের বেনাপোল চেকপোস্টে। বাংলাদেশ পুলিশের একটি দল দুপুর থেকেই সেখানে অপেক্ষায় ছিল। শুক্রবার সকালেই নুরকে নিয়ে তাদের ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। কলকাতার কৈখালির ‘ইন্দ্রপ্রস্থ’ আবাসন থেকে ২০১৪ সালের ২৩ জুন দুই সহযোগী সুমন খান এবং ওবেইদুর রহমান-সহ নুর হোসেনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতারের পরে কলকাতা পুলিশ জানিয়েছিল নুরের কাছ থেকে একটি রিভলভার ও বেশ কিছু কার্তুজ মিলেছে। বেআইনি অনুপ্রবেশ ও অস্ত্র আইনে পুলিশ তাকে গ্রেফতার করলেও পরে জানতে পারে তার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিশ রয়েছে। তার বিরুদ্ধে নিজের দলেরই এক কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দনকুমার সরকার-সহ সাত জনকে খুন করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশে বিশেষ বাহিনী র‌্যাব-এর একটি দলকে ৬ কোটি টাকা দিয়ে তিনি এই খুন করান। কূটনৈতিক সূত্রের খবর, কয়েক মাস আগে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতের জেলে বন্দি দুই দুষ্কৃতী সুব্রত বাইন ও নুর হোসেনের বিনিময়ে তারা অনুপ চেটিয়াকে হস্তান্তরে রাজি। সুব্রত এর আগে এক বার কলকাতায় ধরা পড়ার পরে পালিয়ে নেপাল চলে যায়। পরে সেখানকার জেল থেকে পালিয়ে ভারতে এসে আবার গ্রেফতার হয়। ভারতেও তার বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা চলছে। ভারতের স্বরাষ্ট্র দপ্তর ঢাকাকে জানিয়ে দেয়, সুব্রত বাইনকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। কিন্তু নুর হোসেনকে হস্তান্তরে বাধা নেই। তার পরেই অনুপ চেটিয়া ও নুর হোসেনের আদানপ্রদানের বিষয়টি চূড়ান্ত হয়। সেই অনুযায়ী অত্যন্ত গোপনে মঙ্গলবার রাতে ঢাকার কাশিমপুর জেল থেকে বার করে এনে বুধবার সকালে ভারতীয় নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে। অাসাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তি আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও অনুপ চেটিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি চলবে। অর্থাৎ, রাজ্যে ফেরার পরে তাকে আদালতে তোলা হবে, চলবে বিচার। অনুপের হেফাজত চেয়ে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছে অাসাম রাজ্য সরকার। অনুপকে এ দিনই দিল্লির আদালতে তোলে সিবিআই। সিবিআই সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট মামলা ছাড়া আইনত অনুপকে হাতে নেওয়া যেত না। তাই ১৯৮৮ সালের ২১ মার্চ অাসামে হওয়া একটি খুনের মামলায় অনুপকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। আদালত অনুপকে ছ’দিনের ট্রানজিট রিম্যান্ড দিয়েছে। তার মধ্যেই তাকে অাসামের কোনও আদালতে পেশ করতে হবে। অাসাম পুলিশের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের দিক থেকে এই ব্যাপারে সরকারি ভাবে এখনও তাদের কিছু জানানো হয়নি। তবে অাসামে আসার পরে আদালত জামিন দিলে তবেই বাড়ি ফিরতে পারবেন অনুপ। আসাম পুলিশ সূত্রে খবর— অরবিন্দ রাজখোয়া, রাজু বরুয়া, শশধর চৌধুরী বা এনডিএফবি নেতা রঞ্জন দইমারির মতোই, আলোচনার স্বার্থে পুলিশ তার জামিনের বিরোধিতা করবে না। অাসাম পুলিশের খাতায় হত্যা, নাশকতা, তোলাবাজি ও অপহরণ-সহ ৯টি মামলায় অভিযুক্ত চেটিয়া। অনুপ চেটিয়ার স্ত্রী মণিকা বরা ইতিমধ্যেই বিজেপির অাসাম শাখার অন্যতম মুখপাত্র তথা আইনজীবী বিজন মহাজনকে মামলা লড়ার জন্য নিয়োগ করেছেন। মণিকাদেবী জানান, বিজনবাবুকে নিয়ে তিনি শুক্রবার দিল্লি যাবেন। সিবিআইয়ের এক কর্তা বলেন, ‘‘অনুপ চেটিয়া এখন পুলিশের হেফাজতে। তাই তার সঙ্গে দেখা করতে গেলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে।’’ -এবিপি, এনডিটিভি, আজকাল ও আনন্দবাজার। ১৩ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে