শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ১১:২৬:৪১

দেশের পথে আনিসুলের মরদেহ

দেশের পথে আনিসুলের মরদেহ

নিউজ ডেস্ক : দেশের পথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাঁর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।

লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে প্রথম জানাজা শেষে সরাসরি হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা দিয়েছেন বলে পারিবারিক সূত্র থেকে জানা যায়। এ ফ্লাইটটি শনিবার সকালে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

২৯ জুলাই নাতির জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যে যান রুবানা ও আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। কিন্তু গেলো মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় আইসিইউতে নেয়া হয়।

আইসিইউতে নেয়ার ২দিন পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মারা যান আনিসুল হক।

আগামীকাল বেলা এগারোটার দিকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছলে, আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মেয়র আনিসুল হককে সমাহিত করা হবে পারিবারিক সূত্রে জানানো হয়।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে