নিউজ ডেস্ক : বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে নাভিদুল হক বলেন, আমার বাবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকে ছিলেন সৌখিন মানুষ। তিনি সুখী ও হাসি-খুশি মানুষ ছিলেন। কাজের খাতিরে কেউও যদি বাবার ব্যবহারে দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিয়েন।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেয়র আনিসুল হকের জানাজা নামাজের আগে এ কথা বলেন তার একমাত্র ছেলে নাভিদুল হক। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে বনানীর বাসা থেকে আনিসুল হকের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বের হয় বেলা সাড়ে ৩টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছায়।
এখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। শনিবার বাদ আসর আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে তাকে বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিন্দ্রায় শায়িত হয়েছে।
এর আগে শ্রদ্ধা জানাতে ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় যান। তিনি শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
এর আগে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হাজার হাজার মানুষের অংশগ্রহণে আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চারটা ২০ মিনিটে আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার দুপুরে তার বনানীর বাড়িতে উপস্থিত হন আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার বিকাল ৩টায় আর্মি স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হয়। এরপর থেকে আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ও সর্বস্তরের বিশিষ্ট নাগরিকেরা।
এমটিনিউজ/এসএস