নিউজ ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান, সাংবাদিক রেজোয়ান হক ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে স্মরণ করেছেন প্রয়াত মেয়র আনিসুল হককে।
‘আনিস ভাই,আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল।’ ফেসবুক স্ট্যাটাসে আনিসুল হকের পাঠানো শেষ ক্ষুদে বার্তাটি পোস্ট দিয়ে রেজোয়ান হক লিখেছেন-
‘প্রথম পর্বে আনিস ভাইকে অতিথি করে আমাদের টিভিতে একটি নতুন অনুষ্ঠান শুরু করার সব প্রস্তুতি গত জুলাইতে শেষ করেছিলাম। তারও বেশ আগে এ পরিকল্পনা মাথায় এলে প্রথমেই তার সাথে পরামর্শ করি। শুধু এ জন্যে নয় যে এ অনুষ্ঠানে তাকে দরকার হবে,অন্য গুরুত্বপূর্ন কারণটি হলো তিনি একজন সফল টিভি উপস্থাপক। মেয়র নির্বাচনের আগে প্রধান প্রতিদ্বন্দ্বির মুখোমুখি করে তাকে নিয়ে শেষ যে অনুষ্ঠানটি করেছিলাম বা তারও আগে বেশ কয়েকটি টক শো-তে এসে নানা পরামর্শ দিয়ে অনুষ্ঠানের মান বাড়ানোর চেষ্টা করতেন তিনি। নতুন অনুষ্ঠানটির ব্যাপারে বেশ কয়েক দফা ফোনে আলোচনার পর ১৬ জুলাই গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের নতুন অফিসে তার সঙ্গে চূড়ান্ত কথা বলতে যাই। ওইদিন সকালে সেখানে তিন মন্ত্রীকে নিয়ে তিনি ঢাকার জলাবদ্ধতা নিয়ে সমন্বয় সভা করেন।
বিকেলে যখন তার রুমে ঢুকি তিনি তখন বাস চলাচলে শৃংখলা ফেরানোর পরিকল্পনা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। আমার সঙ্গেও কথা ফাইনাল হলো মাসের শেষদিকে একটা ডেট দেবেন। ২৭ তারিখে ফোনে বার্তা পেলাম-‘আমি কঠিন ভার্টিগো রোগে ভুগছি। ডাক্তার যতটা সম্ভব বিশ্রামে থাকতে বলেছেন। পরে ফোন করবো’। ২৯ তারিখে শেষ বার্তা-‘হঠাৎ করেই যুক্তরাজ্যে যাচ্ছি। ফিরে যোগাযোগ করবো’।বিকেলে আর্মি ষ্টেডিয়ামে জনারন্যে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল কফিনের কাছে গিয়ে জিজ্ঞেস করি-কি আনিস ভাই,আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল? কিন্তু হাজারো মানুষের ভিড় ঠেলে সেটা করা সম্ভব হয়নি।’
এমটিনিউজ২৪/এইচএস/কেএস