রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৩:২১

তা‌রেকের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌চ্ছে, তার নেয়ার কিছু নেই: খালেদা জিয়া

তা‌রেকের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌চ্ছে, তার নেয়ার কিছু নেই: খালেদা জিয়া

নিউজ ডেস্ক : বিএন‌পি ও জিয়া প‌রিবা‌রের প্র‌তি ভা‌লোবাসায় বাংলা‌দে‌শের মানু‌ষের কা‌ছে চির কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ দল‌টির চেয়ারপারসন খা‌লেদা জিয়া তারেক রহমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শ‌নিবার রা‌তে তার গুলশানের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে ‘তারেক রহমান ও বাংলা‌দেশ’ নামক বই‌য়ের আনুষ্ঠা‌নিক মোড়ক উন্মোচন শে‌ষে দোয়া চান খালেদা জিয়া।

তা‌রেক রহমা‌নের নেয়ার কিছু নেই মন্তব্য ক‌রে ‌তি‌নি ব‌লেন, ‘তা‌রেক রহমান সম্প‌র্কে আপনারা যতটুকু জা‌নেন এবং বোঝেন, দেখ‌বেন সে বি‌দে‌শে চি‌কিৎসাধীন হ‌য়েও দেশ থে‌কে কেউ গে‌লে দে‌শের অবস্থা জান‌তে চান। কারণ তার নেয়ার ম‌তো কিছু নেই। সবাই দোয়া কর‌বেন সে (তা‌রেক) যেন সুস্থ হ‌য়ে দে‌শে সক‌লের মাঝে ফি‌রে আসে।’

বইটির লেখক রয়টার্সের সাংবাদিক এম মাহাবুবুর রহমান। বইটির প্রকাশক ডেমোক্রেটিক পলিসি ফোরাম, বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক পারভেজ মল্লিক। বইটি প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলা প্রকাশনী।

বইটির ভূমিকা লিখেছেন জাতীয় অধ্যাপক রাষ্ট্রদার্শনিক ড. তালুকদার মনিরুজ্জামান। মৌলিক এ গবেষণাগ্রন্থে তারেক রহমানের রাজনৈতিক রূপরেখা ও গতিপথের ওপর এগারোটি অধ্যায় রয়েছে।

খালেদা জিয়া বলেন, ‘জিয়াউর রহমান যেভা‌বে দে‌শের মানু‌ষের কা‌ছে ছু‌টে গি‌য়ে‌ছিল তা‌রেক রহমানও তেমনিভা‌বে মানু‌ষের কাছে ছু‌টে বে‌ড়ি‌য়ে‌ছে। শুধু তাই নয় তা‌রেক রহমান ২০০১ সা‌লে জাতীয় নির্বাচ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রা‌খেন। বিএন‌পিও ক্ষমতায় আসে।’

খালেদা ব‌লেন, ‘জিয়াউর রহমা‌ন মারা গে‌লে দে‌শের মানুষ জানাজায় যেভা‌বে শরিক হয়ে‌ছে ঠিক একইভা‌বে আমার ছোট ছে‌লে আরাফাত রহমান কো‌কোর জানাজাতেও দে‌শের মানুষ যে ভা‌লোবাসা দে‌খি‌য়ে‌ছে তা‌তে আমরা বাংলা‌দে‌শের মানু‌ষের কা‌ছে চির কৃতজ্ঞ।’

সা‌বেক এই প্রধানমন্ত্রী ব‌লেন, 'চি‌কিৎসাধীন হ‌য়েও তা‌রেক রহমান মা‌ঝে মা‌ঝে বক্ত‌ব্য দেয়, দেখ‌বেন সে অনেক সত্য কথা ব‌লে। আর তাই সত্য কথা যা‌তে প্রচার না হয় সেজন্য সরকার তার বক্ত‌ব্যে প্রচার কর‌তে দেয় না। বরং তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌চ্ছে।'

এছাড়াও বিএনপির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমানকে নি‌য়ে লেখা তা‌রেক রহমা‌নের ‘রাজনী‌তি ও রাষ্ট্রভাবনা’ ও ‘দী‌প্তিমান দেশনায়ক’ দু‌টি বই‌য়েরও আনুষ্ঠা‌নিক মোড়ক উন্মোচন ক‌রেন খালেদা।

তারেক রহমানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা বইটির লেখক এম সাইফুর রহমান ও প্রকাশক হাবিবুর রহমান চাকলাদার (অপু)। আর দীপ্তিমান দেশনায়ক বইটি সম্পাদনা করেছেন-ভিপি সাইফুল ইসলাম।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে