রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৬:২২:০৫

ইউটিউবে এখনও আনিসুল হককে খুঁজছে মানুষ

ইউটিউবে এখনও আনিসুল হককে খুঁজছে মানুষ

ঢাকা: সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকে এখনও দেশের জনগণ খুঁজছে ইউটিউবে আর তাকে স্মরণ করছে সামাজিক মাধ্যমে। বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত এই জনপ্রিয় মেয়রের উপস্থাপিত ৮০ ও ৯০ এর দশকের কিছু ভিডিও ইউটিউবে দেখছেন অনেকে।

আনিসুল হক এক সময় ছিলেন দেশের জনপ্রিয় টিভি উপস্থাপক। ৯০’র দশক পর্যন্ত তিনি উপস্থাপনা চালিয়ে গিয়েছেন। সেসময় বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবং ‘অন্তরালে’ উপস্থাপনা করতেন তিনি। অনুষ্ঠান দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল তখন। এছাড়া তিনি উপস্থাপনা করেছিলেন বলা না বলা, জলসা প্রভৃতি অনুষ্ঠান।

আনিসুল হকের উপস্থাপিত পুরাতন কিছু অনুষ্ঠানের ভিডিও রয়েছে ইউটিউবে। তার মৃত্যুর পর থেকেই এ ভিডিওগুলো ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে রয়েছে। এর বাইরে বিভিন্ন সময় তিনি অংশ নিয়েছেন, এমন ভিডিওগুলোও রয়েছে সার্চে শীর্ষ অবস্থানে। এসব ভিডিওতে সাধারণ মানুষ আনিসুল হককে নিয়ে নানা মন্তব্য করছেন। তার উপস্থাপনার প্রশংসাও করছেন সবাই।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে