শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০১:২২:৩৯

অস্ট্রেলিয়ার নতুন সতর্কবার্তা

অস্ট্রেলিয়ার নতুন সতর্কবার্তা

ঢাকা : নতুন করে বাংলাদেশে ভ্রমণের ওপর নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা সংযোজন করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া সরকারের স্মার্ট ট্রাভেলার ডট জিওভি ডট এইউ ওয়েবসাইটে হালনাগাদকৃত নতুন এ সতর্কবার্তায় বলা হয়েছে- ‘১৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে যেসব অস্ট্রেলিয়ান উপস্থিত থাকবেন, তাদের বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চমাত্রার ঝুঁকির বিষয়ে সচেতন থাকা উচিৎ।এছাড়া ঝুঁকি নিরসনে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এর মধ্যে রয়েছে, রাতে ঘুরাঘুরি থেকে বিরত থাকা, শুধুমাত্র যানবাহনে চড়ে চলাফেরা করা এবং বার, হোটেল ও পশ্চিমারা যেসব স্থান ও অনুষ্ঠানে নিয়মিত যায় সেসব সহ বিভিন্ন পাবলিক প্লেসে যাতায়াত সীমিত রাখা। নতুন এ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ান নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। বাংলাদেশে আপনার উচ্চ মাত্রার সতর্কতা চর্চা করা উচিৎ। ১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে