নিউজ ডেস্ক: বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার বিকাল ৩ টার সময় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় বিএনপির অন্য নেতাদের মতো সেখানে উপস্থিত ছিলেন আমিনুল।
এ সময় বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়। তবে কি অভিযোগে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
৫ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর