মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৫:২৬:০৪

এবার ক্রিকেট খেলায় মেতে উঠলেন খালেদ মোশাররফ কন্যা!

এবার ক্রিকেট খেলায় মেতে উঠলেন খালেদ মোশাররফ কন্যা!

স্পোর্টস ডেস্ক: মুক্তিযুদ্ধের ‘কে’ ফোর্সের অধিনায়ক বীরউত্তম খালেদ মোশাররফের কন্যা মেহজাবিন খালেদ। বর্তমানে তিনি একজন সাংসদ হয়ে দেশের সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।

মাঝেমাঝে এই নেত্রীকে দেখা যায় তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে দেশের বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে। গতকাল দেখা গেছে তিনি ক্রিকেট নিয়ে তাঁর ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অন্যতম সুপরিচিতির ক্ষেত্র ক্রিকেট।

ক্রিকেটের মাধ্যমে তরুণ ছেলেরা বিশ্ব দরবারে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে বহুদিন ধরেই । তাদের সাফল্যে উজ্জীবিত হয়ে আমাদের শিশু কিশোররা পড়াশোনার শত চাপের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠছে, বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর সাহস অর্জন করছে।

আমাদের রাজনীতির লক্ষ মানুষের উন্নয়ন। দেশের আর্থসামাজিক অবস্থার দীর্ঘ মেয়াদী উন্নয়নের জন্য যেমন দরকার নানান প্রকল্প বাস্তবায়ন ঠিক তেমনি গুরুত্ব দেয়া উচিৎ আমাদের শিশু কিশোর ও তরুণ সমাজকে শারীরিক ও মানসিক বিকাশের যথাযথ সুযোগ দেয়া। কারণ তারাই জাতির ভবিষ্যৎ।
স্ক্রিণশর্টটি মেহজাবিন খালেদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।

খেলাধুলা শুধু শারীরিক নয় মানসিক ভাবেও শিশু কিশোরদের উন্নতিতে ইতিবাচক পরিবর্তন আনে একথা আমরা সবাই জানি। আমাদেরকে শুধু জানলে হবেনা কাজে প্রমাণ করতে হবে। আমি ব্যক্তিগত ভাবে আমার এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রদানে সবসময় চেষ্টা করি। আসুন আমরা সচেতন হই সবাই মিলে সুন্দর সমাজ গড়ি
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে