নিউজ ডেস্ক: দেশের তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় মেলা ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিল তথ্য প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার মানবিক গুণসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া। ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রোবট সোফিয়া। আসুন জেনে নেই, প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হলো রোবট সোফিয়ার।
“প্রধানমন্ত্রী তাকে প্রশ্ন করেন কেমন আছে সোফিয়া। সোফিয়া উত্তর দিয়ে জানায়, সে অনেক ভালো আছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সোফিয়া অনেক খুশি।
প্রধানমন্ত্রী তার কাছে জানতে চেয়েছেন, কিভাবে তাকে সোফিয়া চিনে? সোফিয়া জানায়, বাংলাদেশের লিডার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা হিসেবে তিনি তাকে চিনেন। এছাড়া প্রধানমন্ত্রীকে মাদার অফ হিউম্যানিটি হিসেবেও তিনি চিনেছেন।
সোফিয়া আরো জানান, প্রধানমন্ত্রীর ছেলে জয়ের কন্যার নামও সোফিয়ার নামেই।”
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস