নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা ছয়টায় ঢাকা মহানগর হাকিম সাবীর ইয়াতির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর আলী বিশ্বাস আমিনুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতে। এসময় আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আমিনুলের জামিনের জন্য আবেদন করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে আগামী ১০ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মোজাম্মেল হক বলেন, ‘মামলার এজাহারের সঙ্গে পর্যাপ্ত কাগজপত্র জমা না দেওয়ায় আদালত এ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।’
এজাহার সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় মঙ্গলবার রমনা, মৎস্য ভবন ও সচিবালয়ের আশেপাশে নাশকতামূলক কর্মকাণ্ড চালায় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঘটনার পরে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডবিধি ১৪৭, ১৪৮, ১৮৫, ৩৩২ অনুসারে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। ঘটনাস্থল থেকে আমিনুল হকে আটক করে পুলিশ।
এমটিনিউজ/এসএস