শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৬:২২:০৭

রাজনীতিবিদদের এটা বড় সমস্যা : ওবায়দুল কাদের

রাজনীতিবিদদের এটা বড় সমস্যা : ওবায়দুল কাদের

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ভালো কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। আমরা যত ভালো কথাই বলি না কেন তার চেয়ে কাজ করি কম। এখন থেকে কথা কম, অ্যাকশন হবে বেশি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পূনর্মিলনী-২০১৫ উপলক্ষে এ ‘সাধারণ সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্যরকম আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা লাগামছাড়া কথা বলেন। এটা বড় সমস্যা। কথা বলতে বলতে নিয়ন্ত্রণের বাইরে চলে যান। আরেকটা সমস্যা দায়িত্বজ্ঞানহীন রাজনীতি। এ দুটো নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বড় ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার দিকে ধাবিত হব। তিনি বলেন, সাম্প্রদায়িক বিদ্বেষ দিয়ে যারা রাজনীতিকে বিষাক্ত করছেন তাদের কঠোর হস্ত দমন করতে হবে। আমি দলের মনোনীত মন্ত্রী, এরপরও আমি মনে করি, আমি কোনো দলের মন্ত্রী নই, দেশের মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক চৌধুরী মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল কবির, মিজানুর রহমান, এম এ বারী প্রমুখ। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে