শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৩:১৮

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক: ড. জাফর ইকবাল

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক: ড. জাফর ইকবাল

নিউজ ডেস্ক : ফেসবুক, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে বলে জানিয়েছেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনে ‘চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ডে’ তিনি একথা বলেন।

জাফর ইকবাল বলেন: প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয়। প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু কোনোভাবেই যেন প্রযুক্তি আমাদের ব্যবহার করতে না পারে। সামজিক যোগাযোগ মাধ্যমগুলো শিক্ষার্থীদের আটকে রাখছে। এগুলোর ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে।

প্রোগ্রামিং একটি মজার বিষয় জানিয়ে তিনি বলেন: প্রোগ্রামার হতে চাইলে অল্প কয়েকটি ধাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

শিশুদের বই পড়ার উপর জোর দিয়ে এই শিক্ষাবিদ বলেন: বাবা-মাকে খুশি রেখেই বই পড়া চালিয়ে যেতে হবে। প্রয়োজনে লুকিয়ে বই পড়তে হবে। বাবা মা বই পড়তে না দিলে রাতে টর্চ লাইট জালিয়ে বই পড়তে হবে। এর পাশাপাশি সম্ভব হলে প্রোগ্রামিং চর্চা চালাতে হবে। এছাড়া একটু ভালো করে পড়লে পরীক্ষায় ভালো করা সম্ভব।

শিশুদের প্রোগ্রামিং শেখার উপর গুরুত্ব আরোপ করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন: আমাদের দেশে এক লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার মাধ্যমে বিশ্বজয় করা সম্ভব।

সেমিনারে নিজের কোডিং শেখার গল্প তুলে ধরে দুই স্কুল শিক্ষার্থী। নাশিতা রহমান নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়: আমি একদিন আম্মুকে বললাম আমার একটি গেম দরকার যেখানে আমার প্রিয় সিন্ড্রেলা থাকবে। কয়েকদিন পর আম্মু আমাকে গেমটি দিল। আমি অবাক হয়ে গেমটি সম্পর্কে জানতে চাইলে আম্মু জানায় তিনি নিজেই গেমটি কোডিং করে তৈরি করেছেন। এরপর আমার আগ্রহ থেকেই প্রোগ্রামিংয়ে আমার হাতেখড়ি শুরু হয়।

আরেক ক্ষুদে প্রোগ্রামার আনুভা চৌধুরী বলে: আমি একটি স্কুলে গিয়ে অনেক শিশুকে প্রোগ্রামিং করতে দেখেছি। স্ক্র্যাচ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে তারা প্রোগ্রামিং করে। প্রোগ্রামিং আরও ভালোভাবে শেখার কথা জানায় এ ক্ষুদে প্রোগ্রামার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে