শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ১১:৪৩:৩২

যে কারণে আলাদা রুমে নূর হোসেন

যে কারণে আলাদা রুমে নূর হোসেন

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মূলহোতা নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রুমে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন সেলে রাখা হয়েছে তা জানা যায়নি। কারা সূত্রে জানা গেছে, নূর হোসেন খুবই চতুর। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আসলে একাকি তাকে চিন্তিত দেখা যায়। শুক্রবার বিকেল পাঁচটার দিকে নূর হোসেনকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে ঢোকানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মূল ফটকে এসময় তাকে এক ঝলক দেখার জন্য আশপাশে উৎসুক মানুষকে ভিড় করতে দেখা গেছে। কারা সূত্র জানায়, প্রিজন ভ্যান থেকে নামানোর পরে নিজেকে অনেকটাই স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন তিনি। কারাগারের ভেতর ঢোকানোর পর প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকার পর তাকে পাঠানো হয় সেলে। কারাবিধি মোতাবেক তিনি কোনো ডিভিশন না পাওয়ায় তাকে থাকতে হবে সাধারণ বন্দীদের মত। তবে নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নেসার আলম মুকুল গণমাধ্যমকে বলেন, আজ ছুটির দিন এখন বাসায় আছি। তাকে এখনো দেখা হয়নি। কারাগারে আনার পর কারারক্ষীরা আমাকে জানিয়েছে। আমি তাদের বলেছি, ওনাকে একটি সেলে রাখতে। এর আগে আজ নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে