শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০১:০৫:২০

বরিশালে ৬ পৌরসভা : বিএনপির সম্ভাব্য তালিকায় ১০

বরিশালে ৬ পৌরসভা : বিএনপির সম্ভাব্য তালিকায় ১০

নিউজ ডেস্ক: বরিশাল ৬ পৌরসভার নির্বাচনে সিদ্ধান্তহীনতার মধ্যে দিয়ে ১০ মেয়র প্রার্থীর তালিকা তৈরি করেছে বিএনপি । প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে অংশ নিলে ওই ১০ জনের মধ্য থেকে ৬ জনকে দল থেকে মনোনয়ন দেয়া হবে বলে জানাগেছে। তালিকার বাইরে আরো ৬ বিএনপি নেতা মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তবে ওই ৬ পৌর এলাকায় ৫৪ জন সাধারণ কাউন্সিলর এবং ১৮ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর তালিকা তৈরি করেনি বিএনপি। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের নির্দেশে পৌর মেয়র প্রার্থীদের সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আবুল কালাম শাহিন জানান, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর তফসিল ঘোষণার বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে বিশেষ করে পৌর মেয়র প্রার্থী নির্বাচনে সময় ব্যয় হবে। ওই সময় যাতে প্রার্থী নির্বাচনে সময় নষ্ট না হয় সে জন্য আগেভাগে প্রার্থীর তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বরিশাল জেলার সবচেয়ে পুরনো পৌরসভা হচ্ছে বানারীপাড়া। এ পৌরসভায় বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহামুদ মাহাবুব মাস্টারকে। এখানে বিএনপি থেকে প্রার্থী হতে চান উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়া। বাকেরগঞ্জ থেকে পৌর বিএনপির আহ্বায়ক মতি মোল্লাকে তালিকাভুক্ত করা হয়েছে। সেখান থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাসাস’র সভাপতি কামরুল ইসলাম ও সাবেক ছাত্র নেতা লায়ন মোফাজ্জেল জমোদ্দার। বরিশাল জেলায় প্রথম শ্রেণীর পৌরসভা গৌরনদী থেকে বিএনপি’র তালিকাভুক্ত করা হয়েছে তিনজকে। এরা হচ্ছেন- পৌর বিএনপি’র সাবেক সভাপতি আফম রশিদ দুলাল, পৌর বিএনপি’র বর্তমান সভাপতি মনিরুজ্জামান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হুসেইন মোহাম্মদ তুষার। প্রথম শ্রেণীর পৌরসভা মুলাদীতে বিএনপি থেকে তালিকাভুক্ত করা হয় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রবকে। দ্বিতীয় শ্রেণীর মর্যাদার মেহেন্দিগঞ্জে বিএনপি থেকে তালিকাভুক্ত করা হয়েছে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম লাবুকে। সেখান থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন হিমু ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা। বরিশাল জেলার একেবারে নবীন পৌরসভা হচ্ছে উজিরপুর। ২০১৩ সালে উজিরপুরকে পৌরসভা করা হয়। সেখান থেকে বিএনপি’র তালিকায় স্থান পেয়েছে পৌর বিএনপি’র আহ্বায়ক মহসিন ফকির ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদ খান। প্রতিটি পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে সাধারণ কাউন্সিলর এবং ৩টি ওয়ার্ড নিয়ে একজন করে সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হবেন। প্রতিটি পৌরসভায় বিএনপি থেকে ১২ জন করে প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচন করবেন। এ জন্য ৬টি পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৪ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ প্রার্থী দিতে হবে। তবে ওই ৭২ কাউন্সিলর প্রার্থী বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জেলা বিএনপি। শাহিন আরো জানান, তালিকার বাইরে যারা দলের মনোনয়ন প্রত্যাশী তাদের বিষয়টিও চিন্তাভাবনা করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে ত্যাগী নেতাদের বিষয়টি বেশি গুরুত্ব পাবে। সেখানে তালিকার বাহির থেকেও প্রার্থী আসতে পারে। আর দল পৌর নির্বাচনে অংশ নিলে ৬টি পৌরসভা নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার। তফসিল ঘোষণার পর থেকে এবং নির্বাচনকালীন সময় কোথাও কোনো সমস্যা দেখা দিলে তিনি সমাধান করবেন। এ ব্যাপারে সরোয়ার জানান, সরকারের কার্যক্রম বিবেচনা করা হচ্ছে। অহেতুক হয়রানি করলে তার জন্য আলাদা সিদ্ধান্ত নেয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত জানাবেন খালেদা জিয়া। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে