রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ১১:৫০:৪৮

বৃষ্টির কারণে ভোগান্তিতে রোহিঙ্গারা, ৫ শিশুর মৃত্যু

বৃষ্টির কারণে ভোগান্তিতে রোহিঙ্গারা, ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নিন্মচাপের প্রভাবে শনি ও রবিবারের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছে রোহিঙ্গারা।

বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসের কারণে রোহিঙ্গা শিশুরা কাহিল হয়ে পড়েছে। বেড়েছে বিভিন্ন রোগ-বালাই। সর্দি, কাশি, হাঁচিসহ সংক্রামক ব্যধিতে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হলেও ঘরের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বৃষ্টির কারণে রোহিঙ্গাদের ক্যাম্পে রাস্তা-ঘাট কাদায় একাকার হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমদ জানান, শৈত্যপ্রবাহে রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০৫-এ দাঁড়িয়েছে। এ রোগে শনিবার পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করে মেডিকেল টিমগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে