শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৩:২৪:৩৫

আরো বড় ধরনের নাশকতার ‘ছক’

আরো বড় ধরনের নাশকতার ‘ছক’

নিউজ ডেস্ক :যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-বিএনপির দুই নেতার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে দেশে আরো বড় নাশকতার পরিকল্পনা হচ্ছে। যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরে নাশকতা হতে পারে। এ সংগঠন দুটোর কয়েক হাজার ক্যাডার এতে অংশ নিতে পারে। এমন আশঙ্কা ব্যক্ত করে একটি সংস্থা সরকারের উপর মহলকে জানিয়েছে। সূত্র জানায়, দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে দেশব্যাপী নাশকতার ছক করা হচ্ছে। এজন্য জামায়াত-বিএনপির প্রায় সাড়ে ৭ হাজার প্রশিক্ষিত ক্যাডার প্রস্তুত রয়েছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এর মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, গণপরিবহন, বিদ্যুৎকেন্দ্রসহ নানা স্থাপনা। এছাড়াও হামলার লক্ষ্যতে ভিভিআইপি, বিশিষ্ট ব্যক্তি ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য রয়েছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ২৬৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। ওই প্রতিবেদনে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে বিএনপি-জামায়াতের গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জামিন দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনসহ সাত দফা সুপারিশ করা হয়। সম্ভব হলে সাকা-মুজাহিদের রায় কার্যকরের আগে তাদের জামিন দেয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়ার পরামর্শও দেয় গোয়েন্দা সংস্থাটি। এ সুপারিশের আলোকে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮ নভেম্বর আইন ও বিচার বিভাগকে একটি চিঠি দিয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি। বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কাসংক্রান্ত গোয়েন্দা সংস্থার দেয়া প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি এ ব্যাপারে মিডিয়াকে বলেন, ক্রিমিনালদের জামিনের বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য আমরা সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে থাকি। যাতে ওইসব অপরাধী জামিনে মুক্ত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে। এদিকে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাসীদের জামিন দেয়ার বিষয়ে সচেতন হওয়ার জন্য বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান। গ্রেফতার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জামিন দেয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন ছাড়া গোয়েন্দা প্রতিবেদনের বাকি ছয় সুপারিশ হচ্ছে- তালিকা অনুযায়ী নাশকতার পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করা, নাশকতা ও হামলার সম্ভাব্য স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর যেন কোনো মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মুসল্লিদের প্ররোচিত করতে না পারে, সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের পরামর্শ দেয়া। এছাড়াও রায় কার্যকরের আগেই গুরুত্বপূর্ণ স্থাপনা, রেললাইন ও সড়কপথে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করে টহল অব্যাহত রাখা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও মামলার সাক্ষী প্রগতিশীল ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা এবং রায় কার্যকরের পর দ্রুত সময়ের মধ্যে প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে রায়কে স্বাগত জানিয়ে রাজপথ ও পাড়া-মহল্লায় অবস্থান এবং এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা। গোয়েন্দা সংস্থার সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন ও বিচার বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও পুলিশ সদর দফতরকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগকে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে- রায় কার্যকরের আগে ও পরে জামায়াতে ইসলাম এবং এর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রশিবির এবং বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল তাদের প্রশিক্ষিত ক্যাডার দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালাতে পারে। এ ক্ষেত্রে তারা সাধারণ জনগণ, জেলার বিভিন্ন সংস্কৃতিমনা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রগতিশীল ব্যক্তিদের ওপর হামলা করতে পারে। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাও তারা ঘটাতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরো বলা হয়, সড়ক-মহাসড়ক খনন করে গাছের গুঁড়ি ফেলে নাশকতা চালাতে পারে তারা। এমনকি বিদ্যুৎ উৎপাদন স্থাপনা ধ্বংস ও গণপরিবহনে হামলাসহ পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। সেজন্য সতর্ক থাকার ওপরে জোর দেয়া হয়েছে। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে