সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ০৮:০০:৪০

আ.লীগকে হারানোর মতো কোন দল বাংলাদেশে নেই: জয়

আ.লীগকে হারানোর মতো কোন দল বাংলাদেশে নেই: জয়

নিউজ ডেস্ক : ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে হারানোর মতো কোন দল বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ২০০৮’র জাতীয় নির্বাচনের চেয়ে বড় জয় পাবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ‘বিজ্ঞানসম্মত’ জরিপের উদ্ধৃতি দেন।

সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের মতামত শোনেন জয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান সম্মত জরিপ প্রসঙ্গে তিনি বলেন, আমি বিভিন্ন জায়গায় জরিপ করেছি, এটি সায়েন্টিফিক জরিপ। নেতা-কর্মীদের জন্য আজ আমি সুখবর নিয়ে এসেছি। আমার জরিপে এত ভালো এসেছে যে, আগামী নির্বাচনেও আওয়ামী লীগের ‘ল্যান্ডস্লাইড’ বিজয় হবে।

কিন্তু জরিপের ফলাফল কতটা নির্ভরযোগ্য এমন প্রশ্নের জবাবে জয় বলেন, একটি পেশাদার প্রতিষ্ঠানকে দিয়ে জরিপ করানো হয়েছে। এতে আমিও জড়িত ছিলাম। আমি মনে করি, এটি ওয়ান অব দ্য মোস্ট অ্যাকুরেট জরিপ।

তিনি আরও বলেন, `বিজয় নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু ষড়যন্ত্র আছে। খেয়াল রাখতে হবে ৫ জানুয়ারির (গত সংসদ নির্বাচন) মতো কোনও ঘটনা-দুর্ঘটনা যেন না ঘটে। ওই সময়ের মতো আগুন সন্ত্রাস যেন না ঘটে।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর সব দলের অংশগ্রহণে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে বিজয়ী ও বিজিত দলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হয়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে।

ওই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসনে বিজয়ী হয়। তার আগের ক্ষমতাসীন বিএনপি ৩০টি আসন পায়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির চেয়ে মাত্র তিনটি আসন বেশি পায় বিএনপি।

২০০৮ সালের ওই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পায় ৪৯ শতাংশ ভোট। আর বিএনপির পক্ষে পড়ে ৩৩.২ শতাংশ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াত জোট এবং সমমনা দলগুলো।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে