বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ১১:৪৭:১৯

ডয়েচে ভেলের প্রতিযোগিতায় শীর্ষ দশে ‘আমার চেম্বার’

ডয়েচে ভেলের প্রতিযোগিতায় শীর্ষ দশে ‘আমার চেম্বার’

নিউজ ডেস্ক: ডয়েচে ভেলে আয়োজিত ফাউন্ডারসভ্যালী প্রতিযোগিতায় এশিয়ার ২৪টি দেশের মধ্যে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশের অনলাইন ও ক্লিনিক্যাল বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবাবিষয়ক প্রতিষ্ঠান ‘আমারচেম্বার'।

২১  সেপ্টেম্বর ২০১৬ সালে আমার চেম্বার যাত্রা শুরু করে। আমার চেম্বারে সপ্তাহের৭ দিন বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার সুযোগ রয়েছে। প্রতিদিন অনলাইনে এবং সরাসরি, বিশেষজ্ঞ চিকিৎসকগণ সন্ধ্যা ৭-৯ টা পর্যন্ত রোগীদের সেবা দিয়ে থাকেন নির্দিষ্টফি’তে। এছাড়া অতিশীঘ্রই আসছে আমার চেম্বারের নতুন অ্যাপ। বর্তমানে ইমো, স্কাইপি, ফেসবুকে, ফোনে ২৪ ঘন্টা স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়।

‘আমার চেম্বার’ শীর্ষ দশে অবস্থান করায় ১১ ডিসেম্বর (সোমবার) আমার চেম্বার এর র্কায্লয়ে এক সংবাদ সম্মেলন ও দিন ব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিটিভি’র পরিচালক (বার্তা) নাসির আহমেদ, বিটিভি’র নির্বাহী প্রযোজক (বার্তা) জাহিদুল ইসলাম, বিএসএমএমইউ’র প্রোভিসিডা. শহিদুল্লাহ শিকদার, আমার হেলথ ডটকম’র নির্বাহী সম্পাদক রিমন মাহফুজ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহ সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম। দেশের খ্যাতনামা চিকিৎসক সাংবাদিক, সাংস্কৃতিক, পেশাজীবী নেতৃবৃন্দ মিট দ্যা প্রেস ও বিজয় উৎসবে উপস্থিত ছিলেন।  শিশুরা আলোকিত করেছে পুরো উৎসবকে। আবৃত্তি, বিতর্ক, দেয়া লিকা উপস্থাপনায় রঙিন হয়ে উঠে আমার চেম্বার।

ই-হেলথ, এম-হেলথ সাথেক্লিনিক্যাল ও রিয়েন্টেশন আমার চেম্বারের মূলভিত্তি। আমার চেম্বারের ভিডিও লিংকটি ডয়েচে ভেলে তাদের ফেসবুক পেইজে ১ ডিসেম্বর আপলোড দিয়েছে। আমার চেম্বারের এই আন্তর্জাতিক স্বীকৃতির পথে পাশে চাই বাংলাদেশকে।  এই লিংকটি বেশি বেশি শেয়ার,কমেন্ট,লাইক দিয়ে স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে আরো সহজ করুন।
লিংক-https://www.facebook.com/dw.foundersvalley/videos/317429105403800/
এমটি নিউজ/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে