নিউজ ডেস্ক: নিউ ইয়র্কে আত্মঘাতী হামলাকারী জঙ্গি বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লা তার স্ত্রী জান্নাতুল ফিরদৌসকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান সংগঠক মুফতি জসীমউদ্দিন রাহমানীর বই পড়ার পরামর্শ দিত বলে জানিয়েছে পুলিশ।
আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। জখম আকায়েদের চিকিৎসা হচ্ছে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে।
সেখানে তার বক্তব্য থেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ থেকে সে ওই ঘটনা ঘটায়। এই তদন্তে যুক্তরাষ্ট্র সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশের পুলিশ প্রস্তুত বলেও মন্তব্য করেন মনিরুল।
নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে ব্যস্ত এলাকায় সোমবার সকালে বিস্ফোরণের পর আকায়েদকে জখম অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। যুক্তরাষ্ট্র পুলিশ কর্মকর্তারা বলছেন, আকায়েদ তার দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছিল। তাদের ধারণা, আইএসের মত কোনও জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আকায়েদ ওই ঘটনা ঘটিয়েছে।
চট্টগ্রামের আকায়েদ বড় হয়েছে ঢাকার হাজারীবাগে। সাত বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে ট্যাক্সি চালালেও পরে একটি আবাসন নির্মাতা কোম্পানিতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ নেয় বিবিএ পড়ুয়া আকায়েদ। ২৭ বছরের আকায়েদের বিরুদ্ধে মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, জনসমাগমস্থলে বোমা হামলা, ধ্বংসাত্মক ডিভাইস ও বিস্ফোরক ব্যবহার করে সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
ম্যানহাটন ফেডারেল আদালতে ওই লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলার কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিল আকায়েদ। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে বাকি জীবন জেলেই কাটতে হতে পারে আকায়েদকে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সদস্যরা ঢাকার জিগাতলার মনেশ্বর রোডে আকায়েদের স্ত্রী জান্নাতুল ফিরদৌস, শ্বশুর জুলফিকার হায়দার ও শাশুড়ি মাহফুজা আখতারকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। সূত্র : ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন
এমটিনিউজ/এসএস