শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০২:৪৩:১১

খালেদাকে শিষ্টাচার শেখান : হাছান

খালেদাকে শিষ্টাচার শেখান : হাছান

ঢাকা: বিএনপির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আপনারা আগে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক শিষ্টাচার শেখান। তারপর আমাদের নেত্রীর সম্পর্কে কথা বলুন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নতুন প্রজন্ম শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বগুড়ার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কিছু অংশকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছিলেন বিএনপির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে কেমন করে কথা বলতে হয় সেই ভাষাটা আগে আপনাদের নেত্রীকে শেখান। আপনাদের নেত্রী যখন প্রধনমন্ত্রীকে বার বার হাসিনা- হাসিনা বলেন তখন কি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় না? বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর দেশে না ফেরার কারণ প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তিনি নাকি তার পুত্রবধূকে রাজনীতির তালিম দিচ্ছেন। কিন্তু দয়া করে রাজনীতির তালিমের নামে বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার তালিম দিবেন না। তাহলে আপনার মত আপনার পুত্রবধূরও একই অবস্থা হবে। ২০ দলীয় জোটের অধিকাংশ দলই মুক্ত চিন্তায় বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। আর বেগম জিয়া বলেন আমাদের দলে জঙ্গি নাই। তাই আমরা মনে করি জঙ্গিবাদী জোটের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে খালেদা জিয়ার অপরাজনীতির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মো.বাচ্চু শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাড. বলরাম পোদ্দার, অ্যাড. আসাদুজ্জামান দূর্জয়, আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. মুন্সি এবাদুল ইসলাম প্রমুখ। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে