শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০৬:৩১:৩৮

রাতারাতি সমাধান হবে না : বার্নিকাট

  রাতারাতি সমাধান হবে না : বার্নিকাট

নিউজ ডেস্ক : নির্বাচনী সহিংসতা-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান রাতারাতি হবে না। শান্তির দূত হিসেবে সহিংসতাবিহীন ভবিষ্যৎ নির্বাচনের স্বপ্ন দেখার মাধ্যমে ইতিবাচক উদাহরণ হয়ে থাকবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষ’ শীর্ষক শান্তির দূত সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সঙ্গে এ আয়োজনে সহযোগিতা করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি, ইউকেএআইডি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস)। বেসরকারি সংস্থা ‘হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ দেশের বিভিন্ন অঞ্চলে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে থেকে কয়েকজনকে শান্তির দূত নির্বাচন করেছে, যারা তাদের অঞ্চলে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন এবং মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে যাবেন। মার্শা বার্নিকাট বলেন, যে মানুষ একমত হচ্ছেন না, তার সঙ্গে কথা বলতে শিখতে পারা খুবই গুরুত্বপূর্ণ। একুশ শতকে এ যোগ্যতাটা হারিয়ে যাচ্ছে। আস্থা ও সম্মান অর্জন করতে ভিন্নমতের প্রতি সহনশীলতা প্রয়োজন। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, গণতন্ত্র একেক দেশে একেকভাবে চর্চা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত- একেক দেশে একেকভাবে গণতন্ত্র কাজ করে। তবে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ। যেভাবেই গণতন্ত্রের চর্চা হোক না কেন, এ নীতি প্রতিষ্ঠা করতে হবে। হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, সবাই সম্মিলিতভাবে দেশকে স্বাধীন করেছি। কিন্তু দেশ আজ বিভক্ত। আমরা একে অন্যের সঙ্গে সহিংসতায় লিপ্ত। যারা সহিংসতায় লিপ্ত, তাদের বিচারের আওতায় আনতে হবে। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে