শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ১০:১৬:০৫

কুচক্রী মহলের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : হান্নান শাহ

কুচক্রী মহলের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : হান্নান শাহ

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে কুচক্রী মহলের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার করতে হবে। ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনে। তিনি বলেন, দেশের এক অনিশ্চয়তার মুহূর্তে ৭ নভেম্বর সিপাহী-জনতা জিয়াউর রহমানের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন। সিপাহী-জনতা জাসদের কর্নেল তাহেরকে চিনতেন না। তারা চিনতেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‌‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে এ আলোচনার আয়োজন করে বিএনপি। গত রোববার এ কর্মসূচি পালনের কথা থাকলেও অনুমতি না মেলায় শনিবার এ কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল নোমান। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম। বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়াম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলাদলের সভাপতি নূরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, শাম্মী আক্তার, হেলেন জেরিন খান, শিরীন সুলতানা, এম এ মালেক প্রমুখ। ১৪ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে