রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ১২:৪৪:৩৯

বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক আজ

বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক আজ

নিউজ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক । এ জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিবকে প্রধান করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিডিএফ বৈঠক আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য দু’দিনের এ ফোরামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুই দিনে মোট ৬টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুশাসন ও উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কৃষি খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা। এছাড়াও লিঙ্গ সমতাকে অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় আনার বিষয়টি বিশেষভাবে আলোচনায় প্রাধান্য পাবে। শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মিশন ডিরেক্টর ও এলসিজির কো-চেয়ারপার্সন ইয়ানিনা জারুজেলস্কি, ইআরডি অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ৫ বছর পর বিডিএফ বৈঠকে এবার উন্নয়ন সহযোগীদের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় আসছেন। একই সঙ্গে সুইডেন থেকে আসছেন একজন উপমন্ত্রী। এর পাশাপাশি স্থানীয় উন্নয়ন সহযোগী প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সভাপতি মি. জিন লিকুইন ও এশিয়া উন্নয়ন ব্যাংকের সহসভাপতি মি. ওয়েংকাই ঝাং উপস্থিত থাকবেন। ফোরামের মূল অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হবে ‘সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা: নিম্নমধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে যাত্রা’। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিডিএফে এবার ৪১টি বুথ থাকবে। বিভিন্ন মন্ত্রণালয় তাদের উন্নয়নের থিম নিয়ে এ সমস্ত বুথে প্রদর্শন করবে। ১৭টি মন্ত্রণালয় ছাড়াও ১৬টি উন্নয়ন সহযোগী স্টল থাকবে। পাশাপাশি ৮টি বিভিন্ন এনজিও ও সংস্থার স্টল থাকবে। অবকাঠামো উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগী কিভাবে আমাদের অংশীদারিত্ব হতে পারে সে বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হবে। এর পাশাপাশি টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত কৌশল রয়েছে সেসব কৌশলের বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। সর্বোপরি একসঙ্গে বসে কিভাবে উন্নয়নের সহযোগিতা আরো জোরদার করা যায় সে বিষয়টি ফোরাম আলোচনায় অগ্রাধিকার পাবে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত বছর মে মাসে আফ্রিকার ইথোপিয়াতে অর্থনৈতিক বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। এর পাশাপাশি গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংক টেকসই উন্নয়নের ক্ষেত্রে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এ লক্ষ্যমাত্রায় বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। চলতি বছর জুলাই মাস থেকে শুরু হয়ে গেছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন। বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। ফোরামে মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, দাতাদেশসমূহের প্রতিনিধি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগী সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় উন্নয়নের অংশীদারিত্ব শক্তিশালী করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট সেশনে পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে একটি পেপার উপস্থাপন করবেন। এর পরেই শুরু হবে কর্ম অধিবেশন। প্রথম অধিবেশনে কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে। এর পরের অধিবেশনটি হবে অবকাঠামো উন্নয়ন। প্রথম দিনের শেষ অধিবেশনটি হবে সুশাসন নিয়ে। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনটি হবে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে। এর পরের অধিবেশনে রয়েছে সামাজিক সুরক্ষার বিষয়। সর্বশেষ যে অধিবেশনটি হবে তার বিষয়টি হচ্ছে- অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা। অধিবেশন শেষে প্রেস ব্রিফিং করা হবে। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে