রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ১২:৫৪:২৮

বিধিমালা এলেই নির্বাচন তফসিল : সিইসি

বিধিমালা এলেই নির্বাচন তফসিল : সিইসি

নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী বিধিমালা নির্বাচন কমিশনের (ইসি) হাতে না আসা পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না। গতকাল সাভার উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ। সিইসি বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন অধ্যাদেশ অনুযায়ী মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নেবেন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হবেন। পরিদর্শনকালে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। এ সময় দায়িত্বে অবহেলা করলে কিংবা কোনো মাঠ কর্মকর্তা মাঠে গিয়ে কাজ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে