রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০১:৪১:২৭

প্যারিসে হতাহতদের মধ্যে বাংলাদেশি নেই

প্যারিসে হতাহতদের মধ্যে বাংলাদেশি নেই

নিউজ ডেস্ক: প্যারিসে হতাহতদের তালিকায় কোন বাংলাদেশি নেই বলেন, পররাষ্ট্র মন্ত্রনালয় কর্মকর্তারা। তারা বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হাতহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন কিনা-সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত জানা গেছে, সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সবাই নিরাপদে আছেন। ফ্রাস্নের রাজধানী প্যারিসে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১২৮ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয় । এর মধ্যে সিটি হলে একটি কনসার্টে গুলিবর্ষনে অন্ত ৮৭ জন এবং স্টেডিয়াম ও রেস্তোরাঁসহ পাঁচটি স্থানে বোমা ও গুলিতে আরও ৪০ জনের মতো নিহত হয়েছেন । এ হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয় । একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হয় । আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পাশাপাশি দেড় হাজার সেনাসদস্যও মোতায়েন করা হয়েছে । প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, হামলাকারী সবাই মারা গেছেন। তবে এর সঙ্গে জড়িতদের কোনোমতেই ছাড় দেওয়া হবে না। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশ না করে ওলাঁদ বলেছেন, ‘আমরা জানি, কারা এই সন্ত্রাসী’। এদিকে জানা গেছে, বাতাক্লঁ নামে যে থিয়েটারে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে তার মালিক এক ইহুদি। এর আগেও জঙ্গিরা তাকে একাধিকবার হুমকি দিয়েছিল। স্থানীয় পুলিশ মনে করছে, থিয়েটারটিতে নিয়মিত নাচ-গান চলার কারণে এটি জঙ্গিদের টার্গেটে পরিণত হয়েছিল। আর এদিন ওই থিয়েটারে চলছিল রক কনসার্ট, যা দেখতে হাজির হয়েছিল হাজার হাজার নারী-পুরুষ। তবে থিয়েটারটি ফ্রান্সকেন্দ্রিক হওয়ায় এখানে বাংলাদেশি লোকদের তেমন আসা-যাওয়া ছিল না বলে খোঁজ নিয়ে জানা গেছে। স্থানীয় ফরাসিরাই সেখানে যাওয়া-আসা করতেন। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে