রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০২:১৪:০৪

হত্যার হুমকিতে নিরাপত্তা বাড়ানোর তাগিদ

হত্যার হুমকিতে নিরাপত্তা বাড়ানোর তাগিদ

নিউজ ডেস্ক: হত্যার হুমকি দেয়ায় বাড়তি নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুরালের প্রসিকিউশনরা । সম্প্রতিক দুই প্রসিকিউটরকে হত্যার হুমকি দেয়ায় এই তাগিদ দেন । তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে । অবশ্য, এরই মধ্যে অধিকতর নিরাপত্তার কথা ভেবে সরকার ৫ জন প্রসিকিউটরকে ওয়ারলেস সেট দিয়েছে। বাকি প্রসিকিউটরদের মধ্যে অনেকেই নিরাপত্তাহীনতার বিষয়টি মাথায় রেখে তাদেরকেও ওয়ারলেস সেট দেয়ার দাবি করেছেন। উল্লেখ্য, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০ জন প্রসিকিউটর রয়েছেন। সম্প্রতি প্রসিকিউটর তুরিন আফরোজকে একাধিকবার টেলিফোনে তার মেয়েসহ হত্যার হুমকি দেয়া হয়। এমনকি তার ভাড়া করা বাসায় নিরাপত্তারক্ষীদের ওপরও হামলা চালানো হয়েছে। এরপর তিনি গত ১৭ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এর আগেও তুরিন আফরোজকে চিঠির মাধ্যমে হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বনানী মডেল থানায় আরো একটি জিডি করেছেন। এছাড়া বাসভবনে হামলার পর আতঙ্কিত উল্লেখ করে তুরিন আফরোজ দ্রুত প্রসিকিউটরদের সরকারি বাসভবনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ‘আমি মোটেও নিরাপদ বোধ করছি না। কারণ দ্বিতীয়বার যখন টেলিফোনে হুমকি দেয়া হয়, তখন তারা নাম পরিচয় বলে হুমকি দিয়েছে এবং নিজের নাম্বার থেকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছে। সুতরাং এটা স্পষ্টত বোঝা যায় হুমকিদাতা কতটা ভয়ঙ্কর।’ তিনি বলেন, ‘হুমকি পাওয়ার পর থেকেই আমি খুব নিরাপত্তাহীনতা বোধ করছি। কিন্তু আমাদেরকে নিরাপত্তা দেয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে না, যা দুঃখজনক।’ এদিকে প্রসিকিউটর রানা দাসগুপ্তকেও মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এর ফলে প্রসিকিউশনে এখন নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তাই অধিকতর নিরাপত্তা প্রদানে সংশ্লিষ্টদের কাছে প্রশিকিউশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রসিকিউটর হৃষিকেশ সাহা বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতিতে প্রসিকিউশন এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যদিও সরকার অধিকতর নিরাপত্তা নিশ্চিতে ৫ প্রসিকিউটরকে ওয়ারলেস দিয়েছে। তবে এর সংখ্যা বাড়ানো উচিত। কারণ প্রসিকিউটররা ট্রাইব্যুনালে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন কাজ করেন। তাদের বিষয়টিও সরকারকে ভাবতে হবে।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ২০ জন প্রসিকিউটর রয়েছেন। যারা বিভিন্ন মামলা পরিচালনার দায়িত্ব পালন করছেন। ট্রাইব্যুনালে এখন ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা ছাড়াও ৬ শতাধিক মামলার তদন্ত কার্যক্রম চলছে। যেগুলোর বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে