রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৩:২৫:৪৮

পাল্টা আঘাতের শপথ নিল ফ্রান্স

পাল্টা আঘাতের শপথ নিল ফ্রান্স

প্যারিস:দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ও জঘন্য সন্ত্রাসী হামলায় ইউরোপের হৃৎপিণ্ড ফ্রান্সের রাজধানী প্যারিসে রক্তের বন্যা বয়ে গেছে। শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছেন। পরিকল্পিত ও সমন্বিত এ হামলায় গুরুতর আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। হামলার পর প্যারিসে কারফিউ ও ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাতের প্যারিসের ব্যস্ততম ও জনপ্রিয় এলাকা টেন্থ ডিস্ট্রিক্টে হামলাকারীরা প্রথম হামলাটি চালায় আনুমানিক রাতটা ৯টা ২০মিনিটের দিকে।রিপাবলিক প্যালেস থেকে এই জায়গাটি খুব বেশি দূরে নয়। প্রায় একই সময়ে স্টেডিয়ামের বাইরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। সেখানে জার্মানি ও ফ্রান্সের জাতীয় দলের মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিলো। তখন এই হামলা হয় । এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস।আইএস হামলার দায়িত্ব স্বীকার করে শনিবার এক বিবৃতি দিয়েছে। তাদের দেয়া বিবৃতিতে উল্লেখ করেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে তাদের হামলার লক্ষ্যস্থ’ল যথার্থই ছিল। আর এ ধরনের হামলা কেবল ভয়াবহ ঝড়ের পূর্বাভাস মাত্র।৷জঙ্গিহানার ঘটনা যে ফ্রাস কোনও ভাবেই সহ্য করবে না তা শনিবার স্পষ্ট করে দেন প্রেসেডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ৷ এই আক্রমণের পাল্টা জবাব দেওয়া হবে বলে শপথ নিলেন তিনি৷ ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে