রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৮:২৪:০৫

বাংলাদেশকে ধন্যবাদ ফ্রান্সের

বাংলাদেশকে ধন্যবাদ ফ্রান্সের

নিউজ ডেস্ক : ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসীদের ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট নৃশংস এই ঘটনায় সংহতি প্রকাশের জন্য শনিবার বাংলাদেশসহ ফ্রান্সের সকল বন্ধু রাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। ফরাসি রাষ্ট্রদূত এক বার্তায় জানান, এই দুঃখের দিনগুলোতে, সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ এবং ফ্রান্সের সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। অবার্ট বলেন, ফ্রান্স তার হৃদয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ফ্রান্স দৃঢ় এবং সভ্যতার বর্বর শত্রু ও চরমপন্থীদের সন্ত্রাস বিস্তারের সামনে পরাজিত হবে না। তিনি বলেন, প্যারিসে নভেম্বর ১৩ তারিখের সন্ধ্যায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সবাই শোকাহত। ফরাসি ভাষার একটি বাক্যে ‘ভাইভ লা রিপাবলিক, ভাইভ লা ফ্রান্স’ অবার্ট তার বার্তা শেষ করেন। যার অর্থ ‘প্রজাতন্ত্র দীর্ঘজীবী হোক, ফ্রান্স দীর্ঘজীবী হোক’। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে