রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ১০:২৫:০৩

আজ থেকে ডিজিটাল পদ্ধতিতে যেভাবে সিম নিবন্ধন

আজ থেকে ডিজিটাল পদ্ধতিতে যেভাবে সিম নিবন্ধন

ঢাকা : সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রোববার থেকে মোবাইল কোম্পানিগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে আজ রাজধানীর বিভিন্ন ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করার কথা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা বাসসকে বলেন, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে। তিনি সব ফোন কোম্পানি এরই মধ্যে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, ‘সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব রকম প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬টি কাস্টমার কেয়ার সেন্টারে চালু রয়েছে। সবগুলো সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।’ ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে