রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০২:০৪:৫১

‘আমি আবেদ চোর বলছি’

‘আমি আবেদ চোর  বলছি’

নিউজ ডেস্ক : ক্ষমতা কমবেশি সবার কাছেই প্রিয়। তাই ক্ষমতা পেতে মানুষকে কত কৌশল না অবলম্বন করতে হয়। তেমনি আসন্ন পৌরসভা নির্বাচনে আগ্রহী কাউন্সিলর প্রার্থী আবেদ চোর। অন্যদের মতো তিনিও আগেভাগে প্রচারণায় নেমেছেন। বেশ জোরেশোরেই চলছে তার প্রচারণা। শুধু নিজ এলাকায় না, সারাদেশেই সাড়া ফেলেছেন তিনি। আর এর পেছনে কাজ করেছে তার অভিনব পোস্টার। নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে চোর স্বীকার করে আবেদ নামের এক ব্যক্তি জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগিয়েছেন। পোস্টারে দোয়াও চেয়েছেন আবার হুমকিও দিয়েছেন তিনি। পোস্টারের একদম ওপরেই লিখেছেন ‘রাজনীতি যার যার অধিকার সবার’। এরপর পোস্টারে লিখেছেন, ‘আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদের জন্য কৃষক শ্রমিক জনতাসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি ও ভোট চাই। ভোট না দিলে আপনাদের বাড়ি চুরি হইলে আমাকে দায়ী করতে পারিবেন না। আমি মো. আবেদ চোর, জলঢাকা পৌরসভাবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।প্রচারে ৬ নম্বর ওয়ার্ডবাসী।’ এরপরের ঘটনা এখন কেবলই ইতিহাস হবার অপেক্ষায়। সোশ্যাল মিডিয়ায় হুহু করে শেয়ার হচ্ছে তার পোস্টার। অনেকেই ঠাট্টাচ্ছলে শেয়ার করলেও অনেকেই মনে করছেন, তাকে একটা সুযোগ দেয়া উচিৎ। কারণ তিনি অকপটে নিজের দোষ স্বীকার করেছেন। এমনই একজন নজরুল ইসলাম। লিখেছেন : আমি এই আবেদ চোরকেই ভোট দিব ! সত্য বলার জন্যই তাকে ভোটটা দিব। এখনকার রাজনীতিবিদ নামক ডাকাতদের চরিত্র তো ফুলের মতো পবিত্র দাবি করে কিন্তু ক্ষমতায় গেলে দেখা যায় বৎসর শেষে দুর্নীতির শীর্ষে তারা। ধন্যবাদ আবেদ চোর, সত্যটা সাহসের সাথে বলার জন্য। ১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে