রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৬:০২:০০

আপিলে খালাস মঞ্জু

আপিলে খালাস মঞ্জু

নিউজ ডেস্ক : আপিলে খালাস পেলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সম্পদের হিসাব-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাজা বাতিলের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ সংক্রান্ত আপিল আবেদন খারিজ করে এ আদেশ দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় নিম্ন আদালত তাকে কারাদণ্ড দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১০ সালে আনোয়ার হোসেন মঞ্জুর সাজা বাতিল করেন। এরপর দুদক ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে। আজ সেই আপিলের নিষ্পত্তি হলো। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে