রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৬:১৬:৫৬

মেয়ররা পেলেও পাচ্ছেন না কাউন্সিলররা

 মেয়ররা পেলেও পাচ্ছেন না কাউন্সিলররা

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে মেয়ররা পেলেও দলীয় প্রতীক পাচ্ছেন না কাউন্সিলর প্রার্থীরা। পৌরসভা নির্বাচনের অধ্যাদেশটি সংশোধন করে আইনে পরিণত করা হচ্ছে। নতুন সংশোধনীতে কাউন্সিলর প্রার্থীরা দলীয় প্রতীক নির্বাচন করতে পারছেন না। এক্ষেত্রে শুধু দল মনোনীত মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন। কাউন্সিলর পদে আগের মতোই সাধারণ প্রতীক বরাদ্দ দেয়া হবে। বিধিমালাটি আবারো সংশোধন করে জরুরি ভিত্তিতে সংশোধিত পৌর নির্বাচন বিলটি অনুমোদনের জন্য রোববার জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিধিমালায় বড় ধরনের কিছু সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বশীল কর্মকর্তারা। জানা গেছে, সরকার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পৌরসভা নির্বাচনে শুধু মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলর পদে আগের মতোই সাধারণ প্রতীকে নির্বাচন হবে। সে অনুযায়ী আইন ও বিধিমালাতে সংশোধনী আনা হয়েছে। জাতীয় সংসদ অনুমোদন দিলে এ সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। বিধিমালা হাতে না পাওয়ায় নির্বাচন কমিশন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের তফসিলও ঘোষণা করতে পারছে না। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে