রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫, ০৬:৫২:৪৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি

 বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি

নিউজ ডেস্ক : বিদ্যুতে লোডশেড শব্দটি বাংলাদেশে নেই বলে দাবি করেছেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে লোডশেড নেই, তবে সরবরাহে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সঠিক উপায়ে বিদ্যুৎ বিতরণ না হওয়ায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। এটিও ঠিক হয়ে যাবে। তিনি বলেন, লোডশেড বলতে বোঝায়, চাহিদার তুলনায় উৎপাদন কম হলে অন্য কোথাও থেকে এনে চাহিদা পূরণ করা। কিন্তু বাংলাদেশ এখন সেই পর্যায়ে নেই। দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন বেশি। খুলনার সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়িত করা সম্ভব হবে। সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব হবে। আমরা যেখানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, সেখানে নতুন করে চাহিদা বাড়ছে। এসব চিন্তা করেই উৎপাদন বাড়ানো হচ্ছে। ১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে